শহীদ তাজউদ্দীন অাহমদ ডিগ্রি কলেজ সরকারিকরণ!!
শহীদ তাজউদ্দীন অাহমদ ডিগ্রি কলেজ সরকারিকরণ!!
ঐতিহ্যবাহী গাজীপুর জেলা, কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নে দরদরিয়া একটি গ্রাম। এ গ্রামেই জন্ম হয় বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী" শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন অাহমদ "। তারই সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী " তানজীম অাহমেদ সোহেল "। সেই তাজ পরিবারেরই কন্যা কাপাসিয়া বাসীর নয়নমণি, উন্নয়নের প্রতীক, অামাদের গর্ব, বতর্মান কাপাসিয়া উপজেলার এম পি, " সিমিন হোসেন রিমি "।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে
"শহীদ তাজউদ্দীন অাহমদ ডিগ্রি কলেজকে" জাতীয়করণ করায় এলাকাবাসী হিসেবে অামাদের এম পি " সিমিন হোসেন রিমি " অাপাকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমরা শীঘ্রই দেখার আশাবাদী
শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ থেকে
শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ হওয়ার।
উল্লেখ্য এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে।
No comments