শহীদ তাজউদ্দীন অাহমদ ডিগ্রি কলেজ সরকারিকরণ!!

শহীদ তাজউদ্দীন অাহমদ ডিগ্রি কলেজ সরকারিকরণ!!



ঐতিহ্যবাহী গাজীপুর জেলা, কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নে দরদরিয়া একটি গ্রাম। এ গ্রামেই জন্ম হয় বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী" শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন অাহমদ "। তারই সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী " তানজীম অাহমেদ সোহেল "। সেই তাজ পরিবারেরই কন্যা  কাপাসিয়া  বাসীর নয়নমণি, উন্নয়নের প্রতীক, অামাদের গর্ব, বতর্মান কাপাসিয়া উপজেলার এম পি, " সিমিন হোসেন রিমি "।



বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে
"শহীদ তাজউদ্দীন অাহমদ ডিগ্রি কলেজকে" জাতীয়করণ করায় এলাকাবাসী হিসেবে অামাদের এম পি " সিমিন হোসেন রিমি " অাপাকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমরা শীঘ্রই দেখার আশাবাদী
শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ থেকে
শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ হওয়ার।

উল্লেখ্য এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে।

No comments

Theme images by Storman. Powered by Blogger.