ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ. স. ম. হান্নান শাহ গুরুতর অসুস্থ | রোগ মুক্তি কামনায় দোয়া

আসাদুল্লাহ মাসুম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ গুরুতর অসুস্থ।


তিনি অসুস্থ হয়ে গত বুধবার থেকে সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।বৃহস্পতিবার বাদ যোহর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে তার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, হান্নান শাহ’র  রোগ মুক্তি কামনায় গাজীপুরের কাপাসিয়ায় ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাদ আছর কাপাসিয়া দারুল উলুম মাদরাসা ও এতিম খানায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বেপারী, নাজমূল হোসেন ভূইয়া, এফ এম কামাল হোসেন, আজগর হোসেন খান, আনোয়ার বেপারী, সেলিম হোসেন আরজু, জাহাঙ্গীর মোল্লা, সেলিম হোসেন বকুল, অ্যাড. বাবুল, আকরাম হোসেন বেপারী, অ্যাড. আলমাছ, জহির ফকির প্রমূখ।মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাহমুদুল হাসান মারুফ।

No comments

Theme images by Storman. Powered by Blogger.