কাপাসিয়ার বেলাশীতে দু’সহোদরের বাড়িতে ডাকাতি!!

গত রবিবার কাপাসিয়ার বেলাশীতে দু’সহোদরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি!!
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবার প্রবাসী দুই সহোদরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল নগদ প্রায় দেড় লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোনসেটসহ ৭ লক্ষাধিক টাকার মাল লুট করে পালিয়ে যায়।
গত রবিবার রাতে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে মৃত ফজলুল হকের ছেলে সৌদিপ্রবাসী আফাজ উদ্দিন ও কুয়েতপ্রবাসী মো. ফালানের বাড়িতে ডাকাতির ওই ঘটনা ঘটে। নগদ টাকার খোঁজে ডাকাতরা ওই সময় মো. ফালানকে বেধড়ক মারধর করেছে।
ডাকাতির শিকার ফালান জানান, গতকাল রবিবার রাত সোয়া ১টার দিকে প্রায় ২০ জনের সশস্ত্র ডাকাতদল তাঁর বাড়িতে হানা দেয়। গেটের তালা কেটে দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ধারালো অস্ত্র ধরে তাঁকে জিম্মি করে ফেলে। ওই সময় নগদ টাকার খোঁজ চেয়ে ডাকাতরা তাঁকে বেদম মারধর করে।
ফালান দাবি করেন, ডাকাতরা নগদ ১ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসেটসহ ৩ লাখ টাকার মাল লুট করে। ফালান আরো জানান, এরপর ডাকাতরা গলায় ও বুকে ছোরা ধরে তাঁকে নিয়ে তাঁর ছোট ভাইয়ের বাড়িতে হানা দেয়। তাঁকে দিয়ে ডেকে দরজা খোলাতে বাধ্য করে স্বজনদের। পরে ডাকাতরা ঘরে ঢুকে নগদ ৪২ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল ফোনসেটসহ ৪ লক্ষাধিক টাকার মাল লুট করে।
ওই সময় গ্রামবাসী টের পেয়ে ডাকা-চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। স্বজনরা জানায়, কুয়েতপ্রবাসী মো. ফালান কয়েকমাস আগে দেশে ফেরেন। ছুটি কাটিয়ে প্রায় মাস খানেক আগে ফের সৌদি যান আফাজ উদ্দিন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর সিদ্দিক বলেন, আমি ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতেরা ছোটখাট কিছু জিনিসপত্র নিয়েছে। তদন্ত করে মামলার সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজ - abnews24.com

No comments

Theme images by Storman. Powered by Blogger.