আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ ২০১৫ সালের এইচ এস সি পরীক্ষায় ফলাফলে কাপাসিয়া উপজেলায় প্রথম
কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে ঘাগটিয়া চালার বাজার এর সন্নিকটে অবস্থিত আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ । যা ১৯৯৫ সালে স্থাপিত হয় এবং ২০০২ সালে এমপিওভুক্ত হয়। ২০১৫ সালের এইচ এস সি পরীক্ষায় ফলাফলে কাপাসিয়া উপজেলায় প্রথম স্থান অর্জন করায় জানাচ্ছি আন্তরিক অভিনন্দন! উল্লেখ থাকে যে এইবার সহ এই কলেজটি তিনবার কাপাসিয়া উপজেলায় এইচ এস সি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। এই কলেজটি বর্তমানে কাপাসিয়া উপজেলায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। কলেজের প্রতিষ্ঠাতার নামানুসারে কলেজটি নামকরন করা হয় । কলেজটিতে ১৫ জন অভিজ্ঞ শিক্ষক ও দক্ষ পরিচালনা পরিষদ রয়েছে। কলেজটিতে রয়েছে একটি সু-বিশাল ক্যাম্পাস, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার রয়েছে। এছাড়া ১ কোটি টাকা ব্যায়ে নির্মিত সদ্যসমাপ্ত নতুন সৈয়দা জোহরা তাজউদ্দীন ছাত্রীনিবাস নির্মিত হয়েছে যা ছাত্রীদের আবাসিক ব্যবস্থা নিশ্চয়তা প্রদান করে। পাশাপাশি রয়েছে অত্র ইউনিয়নের বঙ্গতাজ কলেজ এবং এম এ মজিদ বিজ্ঞান কলেজ যারা ঘাগটিয়া ইউনিয়নের জন্য সুখ্যাতি বয়ে এনেছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। প্রত্যাশা রাখছি ধারাবাহিকতা অব্যহত থাকবে ঈনশাল্লাহ
*কাপাসিয়া উপজেলার ২০১৫ সালের এইচ এস সি পরীক্ষায় ৪টি কেন্দ্রের পাশের হারের উপর ভিত্তি করে মেধাক্রম:-
১/ আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ , ঘাগটিয়া
২/ শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ, হাইলজোড়
৩/ তারাগঞ্জ স্কুল এবং কলেজ, তারাগঞ্জ
৪/ বঙ্গতাজ কলেজ, খিরাটি
৫/ কাপাসিয়া ডিগ্রী কলেজ, কাপাসিয়া
৬/ শরীফ মোমতাজ উদ্দিন কলেজ, টোক এবং
৭/ এম এ মজিদ বিজ্ঞান কলেজ, খিরাটি
(তথ্য সংগ্রহ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ)
No comments