বারিষাব ইউনিয়নের গ্রামের নামসমূহ ও সাধারণ তথ্যাবলী


  • এক নজরে বারিষাব ইউনিয়ন আয়তন ৩৯.৮৫ বর্গ কিলোমিটার/৩০ বর্গ মাইল।
  • মোট লোকসংখ্যা - পুরুষঃ-৩১,০০০ জন মহিলা - ২৯,১৩৯ জন মোট ৬০১৩৯ (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
  • মোট ভোটার সংখ্যা ২৬,০৮০ জন মোট জন্ম নিবন্ধন সংখ্যা ৫৫,৮৮০ জন।
  • মোট গ্রামের সংখ্যা ২৬টি।
  • দর্শনীয় স্থানঃ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-বারিষাব ইউনিয়ন পরিষদের মধ্যস্থলে, পরিয়াব গ্রামে, প্রধান সড়কের সাথে অবস্থিত।

No comments

Theme images by Storman. Powered by Blogger.